
ফুলপুরে নামাজ শেষে বাজার করতে গিয়ে ট্রাক চাপায় মুসল্লীর মৃত্যু

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ শেষে বাজার করতে গিয়ে ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃসুরুজ আলী (৭০)। সে ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ পরতে বাড়ী থেকে বের হন সুরুজ আলী। ইমাদপুর বড় মসজিদে নামাজ আদায় শেষে সকাল ৬ টার দিকে বাজারের দিকে যাচ্ছিলেন সুরুজ আলী। এসময় ময়মনসিংহ থেকে আসা তিনটি ট্রাক একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রায় দেড় ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। গাড়ী ও চালক পলাতক।