আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধি: প্রবাহ বার্তা প্রতিবেদক:
এপ্রি ৬, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ড ওয়াপদা অফিস সংলগ্ন বাগড়াপাড়া এলাকায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাগড়াপাড়া এলাকার জমশেদ আলী (দুলু)র সাথে একই এলাকার মৃত আশু মিয়ার ছেলেদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন ৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে জমশেদ আলী (দুলু)র বাড়িতে প্রবেশ করে হামলা চালায় একদল সসস্ত্র সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা দরজায় লাথি মারে ও দরজা খুলতে বলে। পরে জমশেদ আলীর ছেলে এনামুল ঘরের দরজা খুলে দিলে সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে এনামুলকে মারপিট শুরু করে। জমশেদ আলী ফিরাতে আসলে তাকেও বেধরক মারটিক করে। পরে এনামুলের ঘরে থাকা ৪ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনা কাউকে বললে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় তারা। পরে জমশেদ আলীর ডাকা চিৎকারে আশপাশের লোকজন এসে আহত জমশেদ আলী ও তার ছেলে এনামুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জমশেদ আলী বলেন, ওরা আমাদেরকে মারপিট করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়েছে। সন্ত্রাসীদের কয়েকজনকে চিনতে পরেছি। এ ঘটনায় জমশেদ আলী (দুলু) বাদী হয়ে মৃত আশু মিয়ার দুই ছেলে মোঃ সুমন (৩৫), টুটুল (৩২), আশরাফ উদ্দিনের ছেলে মোঃ সজিব (৩০), আতাব উদ্দিনের ছেলে আলামিন (২৮), সহ মোট ৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *