আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি: ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
ফেব্রু ১, ২০২৪

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৩/২৪ অর্থ বছরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় ৩০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদ এর মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য (সদর) আব্দুল জলিল, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, জেলা পরিষদ সদস্য (গোমস্তাপুর) কবির খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ অন্যরা।
সেলাই মেশিন বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, বর্তমান নারীবান্ধব সরকার, নাীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *