আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ভালুকায় মোহাম্মদীয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু
গ্রাম বাংলা শিরোনাম

ভালুকায় মোহাম্মদীয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু

প্রতিনিধি: স্টাফ রিপোর্টার প্রবাহ বার্তাঃ
জানু ১৭, ২০২৪
  1.  ময়মনসিংহের ভালুকায় মোহাম্মদীয়া মডেল
    হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার পর প্রবাসীর স্ত্রী ববিতা (২৪)নামে
    এক প্রসূতির মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার
    জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৃতা ববিতা পাশের গফরগাঁও উপজেলা
    ছয়ানি রসুলপুর গ্রামের সিঙ্গাপূর প্রবাসী নাজমুল হকের স্ত্রী।
    জানাযায়, ববিতাকে সিজারিয়ান অপারেশন করার জন্য ৯জানুয়ারী
    সন্ধ্যায় ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের সালাহ উদ্দিন প্লাজায় অবস্থিত
    মোহাম্মদীয়া মডেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে
    চুক্তি করে ওই দিন রাত ৯টায়,ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অজ্ঞানে
    চিকিৎসক ডা.সুলতান ফজলে রাব্বী (নাহিদ) ববিতাকে অজ্ঞান করেন এবং
    ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা.রোকাইয়া আক্তার মোহাম্মদীয়া
    মডেল হাসপাতালের সিজারিয়ান অপারেশন করেন। হাসপালের মালিক
    ডা.রোকাইয়া আক্তার স্বামী আব্দুর রাজ্জাক। অপারেশনে দ্বিতীয় বারের মতো
    মেয়ে সন্তান জন্ম হয়। অপারেশন করার পর রোগীর অবস্থা খারাপ হয়ে গেলে ববিতার
    পরিবারের লোকজন ডেকে এনে বলা হয়। জরুরী ভিত্তিতে ববিতাকে ময়মনসিংহ
    মেডিক্যাল কলেজ হাসপাতালে (মচিমহা) যেতে হবে বলে তড়িগড়ি করে ভাড়া
    করা একটি অ্যাম্বোলেন্সে উঠিয়ে দেন। ববিতাকে মচিমহার জরুরী বিভাগে
    নিয়ে গেলে চিকিৎসক জানান আরও প্রায় দেড় ঘন্টা পূর্বেই রোগি মারা
    গেছেন।ববিতার মৃত্যুর পর বিষয়টি গণমাধ্যম কর্মী ও বাইরে প্রকাশ না করার
    জন্য ববিতার পরিবারের সদস্যদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ রফাদফা করেন।
    ববিতার লাশ একদিন ফ্রিজিং অ্যাম্বোলেন্সে রেখে তার স্বামীকে সিঙ্গাপূরের
    খবর দিলে স্ত্রীকে দাফন করার জন্য তার স্বামী জরুরী ভিত্তিতে দেশে ফিরে আসেন।
    নাজমুল দেশে আসার পর ১১জানুয়ারী ববিতার লাশ গফরগাঁও এর ছয়ানীরসুলপূর
    গ্রামে দাফন করা হয়।এলাকাবাসীর দাবি ভূল চিকিৎসায় ববিতা মারা গেছেন।
    অজ্ঞানের চিকিৎক ডা.সুলতান ফজলে রাব্বী(নাহিদ)জানান, প্রতিদিনই
    তো ওই হাসপাতালে রোগীকে অজ্ঞান করে থাকি। ববিতা নামে কোনো রোগি
    মারাগেছে কি না জেনে বলতে পারবো।
    বিষয়টি ব্যাপারে জানার জন্য ডাঃ রোকাইয়া আক্তারের মোবাইল নাম্বার
    ০১৭১৪-০৭৭৪৮৬ বার বার ফোন দিয়ে রিসিফ না করায় উনার মন্তব্য নেয়া সম্ভব
    হয়নি।
    ডাঃ রোকাইয়া আক্তারের স্বামী মোহাম্মদীয় মডেল হাসপাতালের পরিচালক
    আব্দুল রাজ্জাক জানান, আমি ঢাকা থেকে ফিরছি এ বিষয়টি পরে একদিন কথা
    বলবো।
    ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মশিউল আলম জানান,আমাকে কেউ
    এখনো পর্যন্ত অবগত করেনি। খোঁজ নিয়ে বিধি গত ব্যবস্থা নেয়া হবে।
    প্রসঙ্গ, গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের জাকারিয়ার স্ত্রী নাজনীন
    (২৫)এর গত ২৮মার্চ মোহাম্মদীয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার পর
    সমস্য দেখা দিলে ৩এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি
    করার পর ৬দিন চিকিৎসা নেয়। নাজনীনের মা মোহাম্মদীয়া হাসপাতালে বুয়ার

    কাজ করত চিকিৎসার ক্ষতি পূরন চাওয়ার নাজনীনের মা নাজমা আক্তারকে
    চাকুরিচ্যুত করা হয়। এছাড়া উপজেলার পানিহাদি গ্রামের সিঙ্গাপুর
    প্রবাসি মনসুর আলীর স্ত্রী শারমিন আক্তারকে ২ ফেব্রæয়ারী ২০২০ইং সকালে
    প্রসব ব্যথা উঠলে তাকে একই হাসপাতালে ডাক্তার রোকাইয়ার মাধ্যমে
    সিজারিয়ান অপারেশন করার পর চিকিৎসাধিন অবস্থায় ১১ফেব্রæয়ারী রাতে
    ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শারমিন মারা যান। ১৯এপ্রিল
    ২০২২ইং সালে
    ভুল চিকিৎসায় রাবেয়া আক্তার রেভা (২০) নামে এক গর্ভবতী মায়ের বাচ্চা নষ্ট
    হওয়ার অভিযোগ রয়েছে। অপর দিকে ত্রিশাল উপজেলার কাঠাল বিল বোকাপাড়ার
    আতাউল হকের স্ত্রী ভালুকা উপজেলার মাস্টারবাড়ি স্কয়ার ফ্যাশনের শ্রমিক তিন
    মাসের অন্তঃসত্ত¡া ইসরাত জাহানের পেটে ব্যথা উঠলে ২০ ফেব্রæয়ারী ২০২০ইং
    দুপুরে হাসপাতালে নিয়ে আসলে ডিএসসি করার পর এবং ২২ ফ্রেব্রæয়ারী
    তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *