আজ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৬ আশ্বিন, ১৪৩১ ॥ ১৭ রবিউল আউয়াল, ১৪৪৬

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
জাতীয় শিরোনাম

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিনিধি: আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)
ডিসে ৯, ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে ‘দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য’ -প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন, দুপ্রক ও মধুপুর সনাক যৌথভাবে দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর উপজেলা প্রশাসন এবং দুপ্রকের যৌথ আয়োজনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাকির হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি, দুপ্রক সভাপতি মধুপুর কলেজের সাবেক অধ্যাপক গোলাম ছামদানি, সনাক সভাপতি মো. আব্দুল মালেক, মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান প্রমুখ।
এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, জয়িতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য ও টিআইবির ধারণাপত্র পাঠসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন টিআইবির এরিয়া ম্যানেজার জিনিয়া গ্লোরিয়া ম্রং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *