আজ রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ॥ ১৯ শ্রাবণ, ১৪৩২ ॥ ৮ সফর, ১৪৪৭

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
অর্থ ও বানিজ্য

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম

প্রতিনিধি:
অক্টো ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে। এ বিষয়ে এম এ হান্নান আজাদ বলেন, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *