ময়মনসিংহের ভালুকায় সারাদেশের ন্যায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৬ অক্টোবর সকালে উপজেলা প্রেসক্লাব ভালুকা’র কার্যালয়ে ওই পত্রিকাটির তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কালবেলার প্রতিনিধি আজমল হুদা মাদানি’র সভাপতিত্বে এবং মো: মুশিদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব ভালুকার সভাপতি শাহ্ মোঃ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভুমি) ফারহান লাবিব জিসান, ভালুকা মডেল থানা অফিসার্স ইনচার্জ শামছুল হুদা খান, হাইওয়ে থানার ইন্সপেক্টর গোলাম রসুল, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাব ভালুকা এর সকল সদস্যবৃন্দ ।
এসময় চ্যানেল এস এ নিয়োগ পাওয়ায় সাংবাদিক ওমর ফারুক তালুকদার কে সংবর্ধনা দেওয়া হয়।